avertisements 2

কারাগারের গেট থেকেই মায়ের মরদেহ দেখলেন পাপিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১৮ এএম, ৩০ সেপ্টেম্বর, বুধবার,২০২০ | আপডেট: ০৬:৫০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

নরসিংদীর আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী ও কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের বন্দি শামীমা নূর পাপিয়াকে কারা ফটকেই দেখানো হয়েছে তার মৃত মায়ের মুখ। সোমবার রাত ১০টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের গেটে পাপিয়ার মায়ের মরদেহ নেয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। রাতে তার বড় বোন ও ভাই লাশবাহী গাড়িতে করে কারাগারের গেটে পাপিয়ার মায়ের মরদেহ নিয়ে যান।

পরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে পাপিয়াকে কারাগারের গেটে নিয়ে তার মৃত মায়ের মুখ দেখানো হয়। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন পাপিয়া। প্রায় ২০ মিনিট কারাগারের ফটকে মায়ের মরদেহ দেখানোর পর লাশ বাহী গাড়িটি চলে যায়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2