পুকুরে পড়ে কিশোরীর প্রাণ গেল
পুকুরে পড়ে কিশোরীর প্রাণ গেল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:০৩ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বান্দরবানের লামা উপজেলায় পরিত্যক্ত একটি পুকুর থেকে ১৪ বছর বয়সি এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোর পৌনে ৬টার দিকে লামা পৌরসভার ৭নং ওয়ার্ড বড় নুনারবিল মার্মাপাড়া থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরী প্রিয়ন্তী চাকমা বড় নুনারবিল মার্মাপাড়ার নিক্সন চাকমা ও জ্যোতিকা চাকমার মেয়ে। সে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। প্রিয়ন্তী চাকমার বাবা নিক্সন চাকমা লামায় একটি এনজিওতে চাকরি করেন। তারা বড় নুনারবিল মার্মাপাড়ার মংহ্লা প্রু মার্মার ভাড়া বাড়িতে থাকতেন। নিক্সন চাকমার নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা সদরে।
নিহতের মা জ্যোতিকা চাকমা জানান, তারা রাতে খেয়ে যার যার ঘরে শুয়ে পড়েন। ভোরে মানুষের শোরগোল শুনে উঠে দেখি ঘরের দরজা খোলা ও মেয়েটির লাশ ঘরের পাশে একটি পরিত্যক্ত পুকুরে ভাসছে। তার লাশ পরে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মেয়েটি আগেও কয়েকবার রাতে ঘুমের ঘোরে ঘর থেকে বের হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহালে কিশোরীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
পার্শ্ববর্তী এক নারী জানান, রাত ৩টা ৪৫ মিনিটে তার ঘরের সঙ্গে লাগোয়া পরিত্যক্ত পুকুরের অপর পাড়ে কি যেন একটা পড়ার শব্দ পান তিনি। পরে তাড়াহুড়ো করে মোবাইলের লাইট জ্বালিয়ে বের হয়ে দেখেন কী যেন একটা পানিতে ডুবে যাচ্ছে। তিনি অনেক ডাকাডাকি করলেও আশপাশের কেউ বের হননি। পরে একা হওয়ায় ওই নারী ভয়ে পানিতে না নেমে ঘরে চলে যান। এর পর সকালে ওই স্থান থেকে কিশোরীর লাশ উদ্ধার হয়। নিক্সন চাকমা ও জ্যোতিকা চাকমা নিঃসন্তান হওয়ায় তারা মেয়েটিকে ছোট থেকে দত্তক নিয়েছিলেন।
লামা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জাহানারা বেগম জানান, খুবই মর্মান্তিক এ ঘটনাটি তার বাড়ির পাশের। প্রিয়ন্তী অনেক মেধাবী ছিল।