পুলিশ সদস্যকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা
পুলিশ সদস্যকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৩৩ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
পুলিশে প্রায় ৪০ বছর চাকরি শেষে বিদায় নিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার পুলিশ কনস্টেবল মো. নুর হোসেন (কনস্টেবল নং-৩৬০)।
চাকরিজীবনের পরিসমাপ্তিতে শেষ কর্মস্থল কোম্পানীগঞ্জ থানা থেকে বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ওই পুলিশ সদস্য।
সোমবার সকালে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ওই কনস্টেবলকে বিদায় সম্মাননার পর ফুল সজ্জিত পুলিশের গাড়ি দিয়ে নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেয়।
অবসরপ্রাপ্ত কনস্টেবল মো. নুর হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন ৫নং ওয়ার্ড লক্ষণপুর গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে। স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তার সংসার।
১ সেপ্টেম্বর অবসরে যান মো. নুর হোসেন। ৪০ বছরের চাকরি জীবনে হরতাল-অবরোধ চলাকালে কষ্টকর কর্মদিবসগুলো তার স্মরণীয়। তবে সোমবার বিদায়ের দিন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, অন্যান্য কর্মকর্তা ও তার সহকর্মী সিপাহি যোদ্ধারা তাকে নব বরের মতো যেভাবে বিদায় সম্মাননা দিয়েছেন, তাতে তিনি খুবই অভিভূত হন। এ সময় চাকরিজীবনের সব কষ্ট গ্লানি ভুলে গেছেন বলেও অনুভূতি প্রকাশ করেন মো. নুর হোসন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, ৪০ বছরের কর্মজীবনে সততার সহিত দায়িত্ব পালন করায় বিদায় মুহূর্তে মো. নুর হোসেনকে সম্মানিত করা হয়েছে। অনেকের চাকরিজীবনের বিদায়লগ্নে এ ধরনের ভাগ্য জোটে না।