avertisements 2

নৌকার ধাক্কায় সেতু ভেঙে পড়লো!

নৌকার ধাক্কায় সেতু ভেঙে পড়লো!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১০:০৯ পিএম, ২০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪

Text

দীর্ঘ ২২ বছরেও সংযোগ সড়ক না থাকায় ব্যবহার অনুপযোগী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ-কৃষ্ণনগর খালের ওপর নির্মিত সেই সেতুটি ভেঙে গেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালের দিকে ইটবোঝাই একটি নৌকার ধাক্কায় স্থানীয় নয়াখালের ওপরে থাকা সেতুটি ভেঙে পড়ে। এতে নৌকায় থাকা খালেক নামে এক ব্যক্তি আহত হন।

স্থানীয়রা জানান, এলাকাবাসীর দাবির মুখে ১৯৯৯ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য শাহ আলম বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের উপর সেতুটি নির্মাণের উদ্যোগ নেন। আখাউড়া উপজেলা এলজিইডির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছিল। উত্তর-দক্ষিণে লম্বালম্বি সেতুটির দুই গোড়াই মাটি নেই। সমতল থেকে অন্তত ১৫ ফুট উঁচু সেতুটি ঝুঁলে আছে। ফলে সেতুটিতে কেউ কখনো উঠানামা করেনি দীর্ঘ ২২ বছর।

 বনগজ গ্রামের বাসিন্দা কামরুজ্জামান লালু জানান, শুক্রবার সকালে প্রায় সাত হাজার ইটবহনকারী একটি নৌকার সামনের অংশ সেতুর মাঝখানের পিলারে ধাক্কা দিলে সেতুটির আংশিক ভেঙে যায়। এসময় ভাঙা অংশ নৌকার উপর পড়লে নৌকাটি পানিতে ডুবে যায়।

এ ব্যাপারে এলজিইডির আখাউড়া উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ জানান, আখাউড়ার ইউএনও সাহেবের মাধ্যমে সেতুটি ভেঙে যাওয়ার সংবাদ পেয়ে উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরে বিস্তারিত জানাতে পারব।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2