avertisements 2

ভূয়া আসামি হয়ে হাজিরা দিতে গিয়ে ধরা পড়লেন ৫জন 

ভূয়া আসামি হয়ে হাজিরা দিতে গিয়ে ধরা পড়লেন ৫জন 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৩৬ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

 পলাতক মূল আসামিদের বদলে হাজিরা দিতে গিয়ে পাঁচ ব্যক্তি এখন নিজেরাই আসামী। আদালতে একজনের নাম ডাকলে সবাই হাত তোলার ঘটনায় প্রথমে সন্দেহ হয়। পরে তাদের জাতীয় পরিচয়পত্র বা অন্য কোন পরিচয়পত্র দেখাতে আদেশ দেওয়া হলে তাতেও ব্যর্থ হন তারা। পরে তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে এমন ঘটনা।

আটকরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের ওয়ালিউল্লাহ (২৬), রফিকুল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (৩০) ও নুরুল্লাহ (২৮) ও কিশোরগঞ্জের তাড়াইলের সোহেল মিয়া (৩০)।

 
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বুধবার নান্দাইলের একটি মামলার পলাতক পাঁচ আসামির জামিন শুনানির বিচার কার্যক্রম পরিচালনা করছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। শুনানির সময় আসামির নাম ডাকা হলে একসঙ্গে একাধিক ব্যক্তি হাত তোলেন। পরে আসামিদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তারা উল্টাপাল্টা উত্তর দিতে থাকে ও পরিচয়পত্র দেখা বললে সেটিও দেখাতে তারা ব্যর্থ হন। এতে বিচারকের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং নিজ নিজ পরিচয় গোপন করে ৫ আসামীর নাম ধারণ করে জামিনের চেষ্টা করায় আদালতে তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেয়।

পরে রাতে আদালতের জিআরও এএসআই আবুল হাসানাত বাদি হয়ে উল্লেখিত ৫ জনের নামে কেতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন।
ওসি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটকৃতরা আদলতে প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন ও তাদের আসল পরিচয় দেন। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2