শ্যালিকা অন্তঃসত্ত্বা, দুলাভাই গ্রেপ্তার
শ্যালিকা অন্তঃসত্ত্বা, দুলাভাই গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০১:৩১ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
প্রতীকী ছবি।
ছাতকে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে বশির মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বশির মিয়া উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বরাটুকা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, বশির মিয়া উপজেলার নোয়ারাই ইউনিয়নের শারপিন নগর গ্রামের এক তরুণীকে বিয়ে করে। বিয়ের পর থেকে বশির মিয়া তার শ্যালিকাকে কৌশলে বাড়িতে নিয়ে 'প্রলোভন দেখিয়ে' ধর্ষণ করেন। এক পর্যায়ে শ্যালিকার অন্তঃসত্বা হয়ে পড়লে বিষয়টি সামনে আসে। এ ঘটনার পর ভুক্তভোগীর ভাই থানায় লিখিত মামলা দায়ের করলে বশির মিয়াকে পুলিশ আটক করে।
ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর বড় ভাই বাদী হয়ে বশির মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামি আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।