avertisements 2

মেডিকেল ছাত্র মামুনের মানুষের সেবা করা হল না

মেডিকেল ছাত্র মামুনের মানুষের সেবা করা হল না

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:২৬ এএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

বিজয়নগরে ট্রলার ডুবিতে পানিতে ডুবে শেষ হয়ে গেল পরিবারের স্বপ্ন। স্বপ্ন পূরণের পথেই এগিয়ে যাচ্ছিলেন মেডিকেল প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফ বিল্লাহ মামুন। কিন্তু স্বপ্ন পূরণের আগেই চলে যেতে হলো ওপারে।

বিজয়নগরে নৌ-দুর্ঘটনায় গ্রীণ লাইফ মেডিকেল কলেজের শিক্ষার্থী আরিফ বিল্লাহ মামুন (২০) নিহত হন। আর তার মৃত্যুতে আরিফ ও তার পরিবার স্বপ্নহীন হয়ে যায়। শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শেখ হাসিনা সড়কের লইছকা বিল সংলগ্ন নদীতে বালুবাহী বাল্কহেডের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে নিহত ২৩ জনের মধ্যে একজন আরিফ বিল্লাহ মামুন। নিহত আরিফ বিল্লাহ মামুন বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল হক ভূঁইয়ার ছেলে ও হাজী ইসমাইল ভূঁইয়ার নাতি।

আরিফ বিল্লাহ মামুনের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় পরিবার পরিজন ও প্রতিবেশীদের আর্তনাদে চিত্র। স্বজনের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। তবে ছেলের এমন করুণ মৃত্যুর সময় সৌদিআরব প্রবাসী মা-বাবা পাশে না থাকলেও তার মৃত্যুর খবর পেয়ে দুজনই বিশেষ ফ্লাইটে সৌদি আরব থেকে শনিবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছান। পরে রবিবার জুহর বাদ চম্পকনগর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সৌদি প্রবাসী জহিরুল হক ভূঁইয়ার দুই সন্তানের মধ্যে আরিফ বিল্লাহ মামুন বড়। তার ছোট ভাই ফয়সাল বিল্লাহ (১২) স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় হেফজখানায় পড়াশোনা করেন। তার ছোট চাচা বোরহান ভূঁইয়া বলেন, তারা তিন ভাইয়ের মধ্যে আরিফ বিল্লাহ মামুনের বাবা জহিরুল হক ভূঁইয়া সবার বড়।

তিনি আরো জানান, ছোটবেলা থেকে আরিফ ছিল সৌখিন ও মেধাবী। আরিফ পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের সাথে সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মামুনের আরেক চাচা ওমর ফারুক ভূঁইয়া জানান, গত দুই মাস আগে রাজধানীর গ্রীণ লাইফ মেডিকেল কলেজে মামুনকে ডাক্তার বানানোর স্বপ্ন ও আশা নিয়ে ১৮ লাখ টাকা ভর্তি ফি দিয়ে ভর্তি করানো হয়। গত ৬ মাসে আরো ভাতিজার পড়াশোনার জন্য প্রায় ১০ লাখ টাকা খরচ করা হয়েছে। আমাদের একটাই আশা ছিল ভাতিজা ডাক্তার হবে।
ব্রাক্ষনবাড়িয়ায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার 

নিহত আরিফ বিল্লাহ মামুন এর ঘনিষ্ঠ বন্ধু শাহরিয়ার ইসলাম তন্ময় জানান, সে অত্যন্ত ভালো মনের মানুষ ছিলো। সে বন্ধু পরায়ন একজন মানুষ ছিলো। বন্ধু-বান্ধবসহ সকল মানুষের প্রতি ছিলো তার গভীর মমত্ববোধ। তার মতো বন্ধু পাওয়া খুবই দুঃস্কর। তাকে হারিয়ে আমাদের বন্ধু মহলে নেমে এসেছে শোকের ছায়া। তন্ময় আরো জানান, গত ২২ আগস্ট আমরা ৭ বন্ধু মিলে সিলেটে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে এসেছি। আমরা এতো দ্রুত বন্ধুকে হারাবো তা ভাবতেই বুক ফেঁটে যাচ্ছে। আমরা এ নৌ-দূর্ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তি দাবি করছি।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল পৌনে ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শেখ হাসিনা সড়কের লইছকা বিল সংলগ্ন নদীতে বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী নৌকাটি নদীর পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত ২২ মরদেহ উদ্ধার ও করা হয়েছে। এ ঘটনায় আরো ২০/২৫ জন যাত্রী আহত হয়ে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2