avertisements 2

গভীর রাতে রাস্তার পাশে কান্নার শব্দে মিলল নবজাতক 

গভীর রাতে রাস্তার পাশে কান্নার শব্দে মিলল নবজাতক 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৪৭ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন গ্রামবাসী। বুধবার রাত ২টার দিকে কচুয়া উপজেলার সদর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের একটি সড়কের পাশ থেকে ওই ছেলে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যান স্থানীয়রা।

মধ্যপাড়া গ্রামের কৃষক আতিকুর রহমান হাওলাদার বলেন, রাত ২টার দিকে বাচ্চার কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে যায় আমার। পরে ঘর থেকে বেরিয়ে দেখি রাস্তার পাশে বস্ত্রহীন অবস্থায় নবজাতক বাচ্চাটি কাঁদছে। এ সময় আমি ডাক-চিৎকারে দিলে গ্রামের লোকজন ছুটে আসেন। পরে একটি কাপড়ে পেঁচিয়ে নবজাতককে থানায় নিয়ে যাই। ধারণা করছি ভূমিষ্ঠ হওয়ার এক দেড় ঘণ্টার মধ্যেই বাচ্চাটিকে ফেলে দেওয়া হয়েছে। কারণ নাড়ি কাটা স্থান থেকে বাচ্চাটির রক্তক্ষরণ হচ্ছিল।

কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গভীর রাতে আতিকুর রহমান হাওলাদারসহ কিছু লোক নবজাতককে থানায় নিয়ে আসেন। নবজাতক শিশুটি শারীরিকভাবে অসুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে শিশুটিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এই শিশুর অভিভাবকদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে বলে তিনি জানান।

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2