avertisements 2

আরমানের নেই দুই হাত, তবুও বিশাল ছক্কা হাঁকান

আরমানের নেই দুই হাত, তবুও বিশাল ছক্কা হাঁকান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৩৬ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

দুই হাতের কব্জি নেই। তাতে কী? লক্ষ যে অটুট।  প্রতিবন্ধিতার দোহাই দিয়ে দমিয়ে রাখা যায়নি ক্রিকেটপাগল আরমান আলীকে। 

ক্রিকেটের প্রতি তার রয়েছে আবেগ আর ভালোবাসা। তাই তো কব্জিবিহীন দুই হাতে স্বাভাবিক খেলোয়াড়দের মতোই ব্যাট ও বল করে যাচ্ছেন তিনি। ফিল্ডিংয়েও দূরন্ত। 

খুলনার খালিশপুরের এই ক্রিকেটপাগল আরমানকে নিয়ে একটি প্রতিবেদন করেছে যমুনা টেলিভিশন। 

জানা গেছে,আরমান নিয়মিত ক্রিকেট খেলেন খুলনার অনির্বাণ ক্লাবে। তার দুই হাতের কব্জি নেই। তার পরও সাবলীল ভঙিমায় বল করেন তিনি। স্টাম্প টু স্টাম্প বল করে ব্যস্ত রাখেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। শুধুই কি বল, কব্জিবিহীন দুই হাত দিয়ে ব্যাটিং করেন দুর্দান্ত, হাঁকান বিশাল ছক্কাও।

ঢাকার একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতেন আরমান। ২০১৫ সালের ১৫ মে কাজ করার সময় অসাবধনতায় মেশিনে তার দুই হাতের কব্জি কাটা পড়ে। কাজ হারিয়ে নিঃস্ব হয়ে ফিরেন নিজ বাড়ি খুলনার খালিশপুরে। প্রথম দিকে শারীরিক ও প্রাত্যহিক কাজে সমস্যা হলেও এখন অনেক কিছু নিজেই করেন তিনি। 

খালিশপুরে বঙ্গবাসী স্কুল মাঠে সতীর্থদের সহায়তা নিয়ে অদম্য মনোবল নিয়ে ক্রিকেট খেলাকে রপ্ত করেছেন আরমান। 
তার সতীর্থরা জানান, একজন স্বাভাবিক খেলোয়াড়ের চেয়েও ভালো খেলে আরমান। 

আরমানের ছয় সদস্যের পরিবারে বাবা শুকুর আলীর ছোট একটি মুদি দোকান রয়েছে। এই দোকানই তাদের ভরণপোষণের একমাত্র অবলম্বন। দোকানের পরিসরটা আরেকটু বড় করার ইচ্ছা আরমানের, যাতে পরিবারে সচ্ছলতা ফিরে আসে। 

আরমান বলেন, এলাকার বিত্তবানরা সহযোগিতা করলে দোকানটি একটু বড় করতে পারতাম। প্রতিবন্ধিতা জয় করে অদম্য বাসনা নিয়ে খেলে যাওয়া এই ক্রিকেটার বলেন, এখন তাদের দোকানে ভাড়া দিতে হয়। যদি তাদের ভাড়াটা মওকুফ করা হয়, তা হলে পরিবারকে আরেকটু সহযোগিতা করতে পারব।

দুরন্ত আরমানের ইচ্ছা— দেশের ক্রিকেট নক্ষত্র মাশরাফি বিন মুর্তজার সঙ্গে একটি দিন কাটাতে। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2