ফরিদপুরে দেখা মিলল বিরল প্রজাতির হলুদ কচ্ছপের
ফরিদপুরে দেখা মিলল বিরল প্রজাতির হলুদ কচ্ছপের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:৪৪ এএম, ১৫ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৬
হলুদ রঙের বিরল প্রজাতির কচ্ছপের হদিস মিলল ফরিদপুরে। গত রবিবার দুপুরে সদর উপজেলার বিশ্বাস ডাঙ্গি এলাকায় স্থানীয় রিয়াদের জালে ধরা পড়ে কচ্ছপটি। খবর পেয়ে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে। বর্তমানে কচ্ছপটি ফরিদপুর শহরতলির গঙ্গাবর্দী এলাকায় অবস্থিত বন বিভাগের তত্ত্বাবধানে আছে। গবেষণার জন্য কচ্ছপটি নিতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী।
ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কবীর হোসেন পাটোয়ারী জানান, কচ্ছপটি দেখতে অদ্ভুত। এটি হলুদ রঙের। কচ্ছপটির ওজন প্রায় দেড় কেজি ও গোলাকৃতি প্রায় আট ইঞ্চির মতো। কচ্ছপটি ধরা পড়ার খবর খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পালকে জানানো হয়েছে। তাঁদের পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়ার খবর পেয়ে ফরিদপুর বন বিভাগের কার্যালয়ে গিয়ে সেটি গবেষণার জন্য নিতে চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান শমী।





