avertisements 2

প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভাড়ায়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:৫৯ পিএম, ১৮ সেপ্টেম্বর, বুধবার,২০২৪

Text

‘স্যার আমাগো নাম কইবেন না, হেইলে আমাগো ঘর বাতিল করবে। টাহা না দিয়া কেউ ঘর পাই নায়। জিগাইলে স্বীকার করমু না।’ বরগুনায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘর যারা পেয়েছেন তাদের বেশীর ভাগেরই একই অভিযোগ। সাহস নেই সামনে এদের কথা বলার ঘর হারানোর ভয়ে। বরগুনার বামনা উপজেলার দক্ষিন রামনা গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ দেয়া হয়েছে ৮ জনকে। এদের মধ্য শুক্কুর আলীর ঘরটি ২য়।

তার নিজের থাকার মত পৈত্রিক বাড়ী থাকলেও খাস জমিতে ঘর তুলে বসবাস করে আসছেন। তিনি তার নামে বরাদ্দ ঘরটি ৫শ’টাকা মাসিক চুক্তিতে ভাড়া দিয়েছেন ভাড়ায় চালিত হুন্ডা শ্রমিক আসলামের নিকট। বিষয়টি জানাজানি হয়ে শুক্কুর কিছু মালামাল ঘরে রেখে যান। শুক্কুর সাংবাদিকদের বলেন, মানববিক কারণে তাকে থাকতে দিয়েছেন।
 
আসলাম ঘর ভাড়া নেবার কথা অস্বীকার করে বলেন, এমনি আমি এখানে কয়েকদিন যাবৎ আছি। এ বিষয় বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, প্রশ্নই আসেনা প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিজে না থেকে ভাড়া দেবার। কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এখনই ইউএনও কে খোঁজ নিতে বলছি। অভিযোগ রয়েছে উপজেলা কার্যালয়ের জনৈক কর্মচারীকে ঘর প্রতি ৩০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2