দেড় মাসের সন্তান রেখে চলে গেলেন জাবি শিক্ষার্থী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:১৩ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেড় মাস বয়সী সন্তানকে রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী তাবাসসুম শাহীরাহ্ আকলিমা। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের ডিউটি ম্যানেজার বাবুল জানান, বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় আকলিমাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
আকলিমার গ্রামের বাড়ি কুমিল্লার বাটাকান্দি এলাকায়৷ তার স্বামী মিফতাউল ইসলাম একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। মিফতাউল মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে এসএএস সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত। তিনিও ইসলামও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাত্র দেড় মাস আগেই তাদের ঘর আলো করে আসে সন্তান।