avertisements 2

হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৪:৫৫ পিএম, ১০ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

Text

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নচরতপুর পাওয়ার প্ল্যান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পণ্যবাহী ট্রাকটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের নচরতপুর পাওয়ার প্ল্যান্টের সামনে শায়েস্তাগঞ্জগামী অটোরিকশাকে চাপা দেয় ওই ট্রাকটি।

এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ছয় যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. কবীর হোসেন জানান, নিহত ছয়জনের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2