বৈদ্যুতিক খুঁটিতে আচমকা ধাক্কা, খাদেই জীবন গেল ৭ জনের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০২:১৭ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কক্সবাজারের চকরিয়ার ভেন্ডিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে চলন্ত মাইক্রোবাস খাদে পড়ে দু’নারীসহ ৭ যাত্রীর মৃত্যু হয়েছে।
এদের একজন ঘটনাস্থলে, বাকী ছয়জন হাসপাতালে নেয়ার পর মারা যান বলে জানিয়েছেন উদ্ধারে তৎপরতা চালানো চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন। রবিবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, হতাহতদের পরিচয় ততক্ষণাত নিশ্চিত করতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে এসআই মোশাররফ জানান, চট্টগ্রামমুখী প্রাইভেট নোহাটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভেন্ডিবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আচমকা ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নোহাটি সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে গাড়িটি টেনে তোলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ টিমও আসে ঘটনাস্থলে। কিন্তু গাড়ির দরজা জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকা পড়াদের বের করতে বেগ পেতে হয়। অনেক চেষ্টায় তাদের বের করার পর একজনকে স্পটে মৃত পায়। বাকিদের বিপদাপন্ন অবস্থায় হাসপাতালে নেয়ার পর সেখানে ছয় জনের মৃত্যু হয়।