এক রশিতে প্রেমিক-প্রেমিকার প্রেমের সমাধি
এক রশিতে প্রেমিক-প্রেমিকার প্রেমের সমাধি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ১১:১৩ এএম, ১৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২৫

ভালোবেসে আত্মহননের বাস্তব গল্প সৃষ্টি করে তারা চিরদিনের জন্য ছুটি নিলেন এই পৃথিবী থেকে। গলায় রশি দিয়ে এক সঙ্গে আত্মহত্যা করেছে কিশোর প্রেমিক আবু সাঈদ (১৭) ও প্রেমিকা সোহানা খাতুন (১৫)।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাঁপাতলা গ্রামে গতকাল শুক্রবার (১৩ আগস্ট) রাতের কোন এক সময় রান্না ঘরের ভিতর তারা আত্মহত্যা করেন। সাইদ চাঁপাতলা গ্রামের সুলতান হোসেনের ছেলে ও সোহানা কাঞ্চনপুর গ্রামের শাহাজামানের মেয়ে।
মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, সাইদের চাচাতো ভাই আলামিনের শ্যালিকা সোহানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। কয়েক দিন আগে সোহানা বোনের বাড়িতে বেড়াতে আসে। বিষয়টি জানাজানি হলে আলামিনের রান্না ঘরে তার শ্যালিকা সোহানা ও চাচাতো ভাই আবু সাঈদ গলায় রশি দিয়ে এক সঙ্গে আত্মহত্যা করে। আজ শনিবার সকালে তাদের মৃতদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
