গৃহবধূর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
গৃহবধূর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৮:০১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ছবি : সংগৃহীত
ঝালকাঠির নলছিটি উপজেলায় গৃহবধূর আপত্তিকর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে লিটন বেপারী (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযুক্ত লিটককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লিটন নিজেকে বাংলাটিভি৭১ডটকম নামের একটি অবৈধ অনলাইন টিভির প্রতিনিধি বলে পরিচয় দেন। তিনি পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক।
পুলিশ জানায়, ২০১৯ সালে গৃহবধূর বিয়ে হয়। স্বামী চাকরির সুবাদে এলাকার বাইরে থাকায় মো. লিটন বেপারীর সঙ্গে গৃহবধূর মোবাইল ফোনে সম্পর্ক গড়ে উঠে। সুযোগ নিয়ে ইমু আইডিতে গৃহবধূর সঙ্গে কথা বলার সময় তাঁর আপত্তিকর কিছু ছবির স্ক্রিনশর্ট নিয়ে রাখেন লিটন। পরে সেই ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে ওই নারীর কাছে বিভিন্ন অন্যায় দাবি করতেন তিনি। দাবি না মানায় লিটন বেপারী সুমি নামের একটি ইমু আইডি দিয়ে ছবিগুলো বিভিন্ন লোকের কাছে শেয়ার করেন। এক পর্যায়ে ওই গৃহবধূকে গত বছরের ৫ নভেম্বর বরিশালের একটি হোটেলে নিয়েও আপত্তিকর ছবি তোলেন এবং ভিডিও ধারণ করেন লিটন। এরপর থেকে ওই গৃহবধূকে নানা রকমের অন্যায় দাবি জানিয়ে আসছিলেন তিনি। এতে রাজি না হওয়ায় ওই নারীর স্বামীর কাছেও ছবি ও ভিডিও ইমুতে পাঠিয়ে দেন। এক পর্যায়ে তাঁর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গত ২৭ জুলাই ওই নারী নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি শেয়ার করার কারণে লিটন বেপারী নামের এক যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লিটন বেপারী একটি ইউটিউব চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়েছিলেন। তাঁর কাছ থেকে একটি আইডি কার্ড জব্দ করা হয়েছে।