বোন-ভগ্নিপতিকে নিয়ে ঢাকায় যাওয়া হলো না সাইদুরের
বোন-ভগ্নিপতিকে নিয়ে ঢাকায় যাওয়া হলো না সাইদুরের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৫৬ এএম, ১৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

প্রাইভেটকারের চাপায় মানিকগঞ্জের ঘিওরে সাইদুর রহমান (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাইদুরের বোন ও ভগ্নিপতি।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত আরোহীরা হলেন উজ্জ্বল হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী রেশমা বেগম (২৮)। তারা নিহত সাইদুরের খালাতো বোন ও ভগ্নিপতি।
জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, বিকেলে সাইদুর তাঁর খালাতো বোন ও তাঁর স্বামীকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।
পথিমধ্যে পাচুরিয়া এলাকায় তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে অজ্ঞাত একটি প্রাইভেটকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইদুর নিহত হন। আহত হন সাইদুরের খালাতো বোন ও ভগ্নিপতি।
গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।