বোন-ভগ্নিপতিকে নিয়ে ঢাকায় যাওয়া হলো না সাইদুরের
বোন-ভগ্নিপতিকে নিয়ে ঢাকায় যাওয়া হলো না সাইদুরের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ১১:০২ এএম, ১৭ সেপ্টেম্বর,
বুধবার,২০২৫

প্রাইভেটকারের চাপায় মানিকগঞ্জের ঘিওরে সাইদুর রহমান (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাইদুরের বোন ও ভগ্নিপতি।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত আরোহীরা হলেন উজ্জ্বল হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী রেশমা বেগম (২৮)। তারা নিহত সাইদুরের খালাতো বোন ও ভগ্নিপতি।
জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, বিকেলে সাইদুর তাঁর খালাতো বোন ও তাঁর স্বামীকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন।
পথিমধ্যে পাচুরিয়া এলাকায় তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে অজ্ঞাত একটি প্রাইভেটকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইদুর নিহত হন। আহত হন সাইদুরের খালাতো বোন ও ভগ্নিপতি।
গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
