খেলতে যেয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের
খেলতে যেয়ে প্রাণ গেল দুই ভাই-বোনের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ১১:৩৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মা রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে ওঠার সুযোগ পরিবারের অন্যান্যদের অলক্ষ্যে হামাগুড়ি দিয়ে ঘর থেকে বাড়ির উঠানে বের হয় সানাউল্লাহ (২) ও তার চাচাতো বোন জান্নাতুল ইসলাম মাওয়া (১৮ মাস)।
এক সঙ্গে গলাগলি করে খেলার এক পর্যায়ে পাশের ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি সংলগ্ন ডোবার পানিতে তাদের মরদেহ ভেসে উঠলে দেখতে পান স্বজন ও এলাকাবাসী। উদ্ধার করা হয় তাদের প্রাণহীন দেহ।
রোববার বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবসের দিনে বিকাল সাড়ে ৫টা দিকে কিশোরগঞ্জ সদর উপজেলা বৌলাই ইউনিয়নে ছয়না গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তাদের মরদেহ দেখে তাদের বড় দুই ভাই-বোন শোকে মূহ্যমান হয় জ্ঞান হারালে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সানাউল্লাহ গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে এবং জান্নাতুল ইসলাম মাওয়া তার বড় ভাই শাহজাহান মিয়ার মেয়ে বলে জানা গেছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।