কলাপাড়ায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন
কলাপাড়ায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৩৭ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কোন্দলের জের ধরে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামের (২৫) ওপর সশস্ত্র হামলা চালিয়ে তার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষ গ্রুপ। এ সময় পাল্টা হামলায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী মো. সাইফুল ইসলাম রায়হান আহত হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার সংলগ্ন হাজীমুদ্দি কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। হামলায় আহত দুইজনকে স্থানীয়দের সহায়তায় স্বজনরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্তক্ষরণে রাকিবুলের অবস্থার অবনতি ঘটে। এরপর রাতেই দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
রাকিবুল ইসলামের মামা গাজী মো. মাইনুল ইসলাম জানান, রাতে রাকিবুল তেগাছিয়া বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও তার ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাইফুল ইসলাম ওরফে রায়হান পাহলান, নবী হোসেন,বাদশা খলিফা, জাকারিয়া জমাদ্দার, রুবেল সিকদার, মাসুম হাওলাদারসহ ১০-১২ জন সশস্ত্র অবস্থায় রাকিবুলের ওপর হামলা চালায়। তারা রাকিবুলকে ধরে প্রথমে বেধড়ক পেটায়। এক পর্যায়ে সে মাটিতে পড়ে গেলে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর তারা রাকিবুলের ডান হাত একটি কাঠের ওপর রেখে রামদা দিয়ে কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। রামদার কোপে রাকিবুলের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে।
স্থানীয়রা জানান, রাকিবুল গত ২০১৯ সালে রায়হানের ওপর হামলা চালায়। ওই সময় রায়হানের পেট ও মাথা রামদার কোপে জখম হয়। রায়হানের ডান হাতের রগও কেটে বিচ্ছিন্ন করা হয়। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। ওই ঘটনার জের ধরেই রায়হান প্রতিশোধ নিতে রাকিবুলের ওপর হামলা চালিয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে মো. সাইফুল ইসলাম ওরফে রায়হান পাহলান বলেন, 'কে বা কারা এ হামলা করেছে তা আমি জানি না। তবে আমি বা আমার কোনো আত্মীয় এ ঘটনার সাথে জড়িত নই। রাকিবুলই তো আজকে আমার ওপর হামলা করে আমাকে জখম করেছে।'
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাইনুল হোসেন বলেন, রাকিবুলের ডান হাতের কব্জি কেটে চামড়ার সঙ্গে ঝুলে আছে। এছাড়া মাথা, পিঠে একাধিক জখম রয়েছে। আহত রায়হানের দুই হাতের কাটা চিহ্ন রয়েছে। দুইজনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক আসাদুর রহমান সমকালকে জানান, হামলার খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছে পুলিশ। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি। তবে পুলিশ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলাচ্ছে।