ফিটফাট মুরগির খামার ভেতরে গাঁজা চাষ?
ফিটফাট মুরগির খামার ভেতরে গাঁজা চাষ?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:৪৯ পিএম, ১৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

যশোরের কেশবপুরে মুরগির সঙ্গে খামারে গাঁজা গাছ চাষ করার অভিযোগে কামরুজ্জামান (৩০) নামে এক খামারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনটি গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।
কামরুজ্জামান উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়ুলি গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।
আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়।
ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মঈনুর ইসলাম বলেন, কামরুজ্জামান মুরগির খামারে গাঁজা চাষ করার খবর পেয়ে সোমবার দুপুরে ওই খামারে অভিযান চালানো হয়। এ সময় খামার থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাঁজা চাষের অভিযোগে মুরগির খামারি কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়।