বাসর রাত কেটেছে লঞ্চের ছাদে
বাসর রাত কেটেছে লঞ্চের ছাদে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০১:৫১ এএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

হায়রে করোনা জীবন থেকে সব কিছু নিষ্ঠুরভাবে কেড়ে নিচ্ছে সুখ-আনন্দ, প্রেম ভালবাসা, জীবন।
লকডাউনের কারণে আর বিয়ের আনুষ্ঠানিকতা ও আতিথেয়তা সম্ভব হয়নি। ছুটতে হয়েছে কর্মস্থলের জন্য। নতুন বউ নিয়ে অন্তত লঞ্চের কেবিনে যাওয়ার ইচ্ছা ছিল রাসেলের।
তাও হলো না। অস্বাভাবিক যাত্রীর চাপে শেষে লঞ্চের ছাদেই ঠাঁই হয়েছে নবদম্পতির। ফলে নবদম্পত্তির বাসর রাত কেটেছে লঞ্চের ছাদেই। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নদীবন্দরে কথা হয় নববিবাহিত রাসেলের বোন পারভীন বেগমের সঙ্গে। জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে তাদের বাড়ি। পারভীন বেগম বলেন, বিয়ের কথাবার্তা ঠিক হয় গত ঈদ-উল-ফিতরের সময়।
কিন্তু তখন লকডাউন পরবে জেনে বিয়ের আয়োজন করা হয়নি। এরপর উভয় পরিবার মিলে সিদ্ধান্ত গ্রহণ করেন ঈদ-উল-আজহার সময় বিয়ের অনুষ্ঠান করা হবে।
সে মতে কোরবানি ঈদের পরেরদিন বিয়ের আয়োজন করা হয়। এরইমধ্যে বৃহস্পতিবার দুপুরে তারা জানতে পারেন শুক্রবার থেকে কঠোর লকডাউন শুরু হবে।
শেষে বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা ও আতিথেয়তা না করেই নতুন বউ নিয়ে তারা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।