মানিকগঞ্জে বাড়িওয়ালার কুকর্মে অন্তঃসত্ত্বা দশম শ্রেণির স্কুলছাত্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ১২:৫৪ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালা জোনাব আলীর (৪৫) বিরুদ্ধে। শনিবার (১৭ জুলাই) রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বাড়িওয়ালার কুকর্মে ইতিমধ্যেই সেই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, জোনাব আলীর বাড়িতে মেয়েকে নিয়ে ভাড়া থাকেন তার বাবা। স্কুল বন্ধ থাকায় বাবা কাজের জন্য বাইরে গেলে মেয়েটি বাড়িতে একাই থাকতো। গত ৩০ মার্চ রাতে ফাঁকা বাসায় বাড়ির মালিক ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখান তিনি। তারপর ভুক্তভোগীকে বিয়ের প্রলোভনে আরও একাধিকবার ধর্ষণ করেন তিনি। একপর্যায়ে ওই ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়। স্থানীয়ভাবে বিষয়টি একাধিকবার মীমাংসারও চেষ্টা করা হয়। তিনি আরও বলেন, জোনাব আলীকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।