avertisements 2

বগুড়ায় ‌ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

বগুড়ায় ‌ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৪:৫৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

বগুড়ার গাবতলীতে ভূমি অফিসে তদবির করতে গিয়ে আম্মাদুর রহমান (৩৭) নামে এক ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক হয়েছেন। রোববার গাবতলী উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করে পুলিশ। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটককৃত আম্মাদুর রহমান গাবতলী উপজেলার দড়িপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন সরকারের ছেলে।

জানা যায়, রোববার দুপুরে আম্মাদুর রহমান উপজেলা ভূমি অফিসে গিয়ে নিজেকে ৩৭তম বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত আছেন বলে পরিচয় দেন। তিনি হাতিবান্দা মৌজার নামজারি করার জন্য দলিলপত্র বিজল কুমার দাসকে দেন। এরপর তিনি সহকারী কমিশনারের (ভূমি) সালমা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ কালে তিনি সহকারী কমিশনারের পূর্ববর্তী কর্মস্থল ও ব্যাচ সম্পর্কে জিজ্ঞাসা করেন। এসময় সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী ব্যক্তির নাম ও কর্মস্থল জানতে চাইলে তিনি নিজেকে বিসিএস ৩৭তম ব্যাচের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে পরিচয় দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক শাখায় কর্মরত আছেন বলে জানান।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে পড়াশোনা করেছেন বলেও দাবি করেন। সহকারী কমিশনার (ভূমি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের একজন শিক্ষক এবং বিভাগের চেয়ারম্যানের নাম জানতে চাইলে তিনি বলতে পারেন না। পরে সহকারী কমিশনার (ভূমি) খোঁজ নিয়ে জানতে পারেন ওই ব্যক্তি ‌ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়েছেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তির নামে ভূমি অফিসের প্রধান সহকারী বিজল কুমার দাস বাদী হয়ে মামলা করেছেন। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2