avertisements 2

মৃত্যুর আগে খুনি বন্ধুর নাম বলে গেলেন যুবক

মৃত্যুর আগে খুনি বন্ধুর নাম বলে গেলেন যুবক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০৫:৫৭ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্ধুর ছুরিকাঘাতে শরীফ নামে এক যুবক খুন হয়েছেন। মৃত্যুর আগমুহূর্তে শরীফ নিজের নাম এবং সজীব নামে তার এক বন্ধু তাকে ছুরিকাঘাত করেছে বলে জানান। শনিবার রাত ৯টার দিকে শহরের কলেজ রোডে প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় প্রেস ক্লাবের সামনে ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিলেন। লোকজন এগিয়ে গেলে তিনি নিজের নাম শরীফ এবং শহরতলীর শাহজিবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে বলে জানান। শান্তিবাগ এলাকার সজীব নামে তার এক বন্ধু তাকে ছুরিকাঘাত করেছে বলে জানান।

শরীফের মৃত্যুর আগে দেয়া জবানবন্দি রেকর্ড করেন এই প্রতিবেদক। পরে তা ফেসবুকে পোস্ট দিলে শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। একই সঙ্গে তিনি ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল থানা পুলিশ কর্মকর্তাদের কাছে ফোন করে আহত যুকবকে উদ্ধারে সহায়তা চান। এ সময় ফায়ার সার্ভিস থেকে বিষয়টি ‘পুলিশ কেস’ বলে এড়িয়ে যায়। তবে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শরীফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু নাহিদ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। এ সময় পুলিশ দুটি ছুরি উদ্ধার করেছে। এর একটি শরীফের পেটে গাথা ছিল।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, শরীফ শহরতলীর শাহজিবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটতে পারে।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক জানান, নিহত ও অভিযুক্ত উভয়ই পরস্পর বন্ধু। তারা প্রথমে শহরের একটি পেট্রল পাম্পের কাছে ঝগড়া করে। এর জের ধরে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কাছে শরীফকে ছুরিকাঘাত করা হয়। শরীফের পকেটে সজিবের মোবাইল ফোন ও হাতে একটি ছুরি ছিল। তার বুকের মাঝামাঝি জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সজীবকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2