রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৬ জন
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৬ জন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০৭:১৫ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আরো ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের একটি বাসের সাথে বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকায় মোস্তফা কোল্ডস্টোরেজের সামনে ঢাকা থেকে রংপুরগামী সেলফি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জোয়ানা পরিবহনের প্রায় ৩ ভাগ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে আহত ও নিহতদের উদ্ধার করেন। এ ঘটনায় আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সামসুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার কাজে নিয়োজিত ছিল। আমরা দ্রুততম সময়ের মধ্যে আহত ও নিহতদের উদ্ধার করেছি।
রংপুর বড়দরগা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়ামিন উদ্দিন বলেন, নিহত সকলেই জোয়ানা পরিবহনের যাত্রী। তাদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে।