avertisements 2

চিলমারীতে ছেলের হাতে মা নিযার্তিত হয়ে হাসপাতালে

চিলমারীতে ছেলের হাতে মা নিযার্তিত হয়ে হাসপাতালে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৫৯ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

ছেলের হাতে নিযার্তিত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ীতে ফিরতে পারছেন না এক অসহায় জননী। থানায় অভিযোগ করেও প্রতিকার না পেয়ে নিরুপায় ওই জননী বাধ্য হয়ে মেয়ের বাড়ীতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন রমনা ইউনিয়নের শরীফেরহাট হাজিপাড়া এলাকায়।
জানা গেছে,কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন রমনা ইউনিয়নের শরীফেরহাট হাজীপাড়া এলাকার মৃত আ.খালেকের স্ত্রী রওশন আরা(৬৫) স্বামীর রেখে যাওয়া এক খন্ড জমির উপরে বাড়ী করে অতি কষ্টে দিনাতিপাত করে আসছেন। ছেলে রবিজুল ইসলাম রওশন আরা বেওয়ার নামের ওই জমি খন্ড পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। দীর্ঘদিন ধরে স্ত্রী ও শশুর শাশুড়িসহ নিজে মা রওশন আরাকে নির্যাতন করে আসছে রবিজুল ইসলাম। এক পর্যায়ে মায়ের বাড়ী থেকে বের হওয়ার রাস্তাটিও বন্ধ করে দেয় রবিজুল।

 গত ১০জুলাই বাড়ী থেকে বের হওয়ার রাস্তা খুলে দিতে বলায় রবিজুল ও তার স্ত্রী রওশন আরাকে টেনে-হেচড়ে বাড়ীতে নিয়ে যায় এবং শারীরিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে রবিজুলের হাতে থাকা দা ছুড়ে মারলে তা মা রওশন আরার কপালে লাগে এবং তিনি কপাল ফেটে গিয়ে গুরুত্বর অসুস্থ্য হন। পরে স্থানীয়রা রওশন আরাকে উদ্ধার করে তাকে চিলমারী হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ্য হলে তিনি মেয়ের বাড়ীতে আশ্রয় নেন।
রওশন আরা বেওয়া বলেন,আমার নিজ নামীয় জমি খন্ড নেয়ার জন্য ছেলে রবিজুল দীর্ঘদিন ধরে আমাকে নির্যাতন করে আসছে। ছেলের নির্যাতনের ভয়ে বাড়ীতে ফিরতে পারছেন না তিনি। হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে মেয়ের বাড়ীতে আশ্রয় নেয়া রওশন আরা থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে জানিয়েছেন। রওশন আরার ছোট ছেলে রেফাজুল ইসলাম জানান,তার বড় ভাই সব সময় তার মায়ের সাথে খারাপ আচরন করে এবং শারীরিক নির্যাতন চালায়।
চিলমারী মডেল থানার এসআই আহসান হাবিব বলেন,দুই পক্ষের দুটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনা তদন্ত করে তাদের ডেকে আসলেও তারা যোগাযোগ করেনি। এমনটি তাদের কাউকে ফোন করেও পাওয়া যায়নি।
অফিসার ইনচার্জ মো.আনোয়ারুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2