avertisements 2

গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ১২:৫০ পিএম, ২০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪

Text

গরু ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে ফেনীর সুলতানপুরে কিশোরগঞ্জের এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক আবুল কালামের বিরুদ্ধে।  
জানা গেছে , নিহত ব্যবসায়ীর বাড়ি কিশোরগঞ্জে। ফেনীর সুলতানপুরে তার এক আত্মীয়ের বাড়িতে গরু রেখে ফেনী বাজারে বিক্রির উদ্দেশ্য প্রতি বছরের ন্যায় এবারও বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গরু নিয়ে সুলতানপুরে প্রবেশ করলে ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে কাউন্সিলর কালাম।

 শুক্রবার সকালে স্থানীয় একটি পুকুরে ভাসমান অবস্থায় ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ কাউন্সিলর কালামের রক্তমাখা পাঞ্জাবী উদ্ধার করেছে।   জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সুলতানপুর এলাকায় ট্রাকভর্তি ১৫ টি গরু ছিনতাই করতে না পেরে কিশোরগঞ্জের গরু ব্যাবসায়ীকে গুলি করে হত্যা হয়।
এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর একজন দেখে ফেললে তাকে পিস্তল দিয়ে পিটিয়ে আহত করে কাউন্সিলর কালাম। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত কাউন্সিলর কালামের বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েছে।   স্থানীয়রা জানান, ২০১৮ সালে জেলা যুবদলের সাবেক নেতা আবুল কালাম জেলা আ'লীগের এক প্রভাবশালী নেতার হাত ধরে আ'লীগে যোগদান করেন। খুব কম সময়ের মধ্যেই ৬নং ওয়ার্ড আ'লীগের সাধারন সম্পাদক- ও দলের মনোনয়ন নিয়ে বিনাপ্রতিদ্বন্ধীতায়  কাউন্সিলর পদ বাগিয়ে নেন। তবে হত্যাকান্ডে অভিযুক্ত হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে জানান পৌর আ'লীগের সাধারন সম্পাদক- নজরুল ইসলাম স্বপন।
ফেনী মডেল থানার অপারেশন ইনচার্জ ও উপ-পরিদর্শক ইমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে এক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের কথা জানিয়েছেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2