avertisements 2

বিয়ের বরযাত্রী যাওয়ার পথে পিকআপভ্যানের ধাক্কায় স্বামী ও স্ত্রী নিহত 

বিয়ের বরযাত্রী যাওয়ার পথে পিকআপভ্যানের ধাক্কায় স্বামী ও স্ত্রী নিহত 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:১০ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ে বন্ধুর ছোট ভাইয়ের বিয়ের বরযাত্রী যাওয়ার পথে পিকআপভ্যানের ধাক্কায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
বুধবার রাত ১১টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বটতলী উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মো. আব্দুস সালাম (৩২) এবং তার স্ত্রী বেবী আখতার (২৬)। তাদের বাড়ি উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামে।

নিহতের প্রতিবেশী শাহজাহান সিরাজ বুলবুল জানান, ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়িতে মো. আব্দুস সালামের বন্ধু মুকুল রায়ের ছোটভাই মানিক রায়ের বিয়ে ঠিক হয়।

সেই বিয়েতে রাতে মোটরসাইকেল নিয়ে বরযাত্রী হিসেবে স্ত্রীসহ যাচ্ছিলেন মো. আব্দুস সালাম। পথে দিনাজপুর-পঞ্চগড় সড়কের বটতলী উচ্চবিদ্যালয়ের সামনে বিপরীত দিক হতে আসা একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে পথচারীরা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মনোয়ার হোসেন জানান, মাথায় প্রচণ্ড আঘাতে তাদের রক্তক্ষরণ হয়েছে। এ কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দম্পতির মৃত্যু হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান জানান, এ ব্যাপারে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2