avertisements 2

 নিজে কবর খুড়ে প্রস্তুত রাখা সেই আওয়ামী লীগ নেতার মৃত্যু!

 নিজে কবর খুড়ে প্রস্তুত রাখা সেই আওয়ামী লীগ নেতার মৃত্যু!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুলাই, বুধবার,২০২১ | আপডেট: ০১:২৮ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

মৃত্যু আসন্ন জেনে নিজেই নিজের কবর প্রস্তুত রেখেছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোতালেব মিয়া (৭২)। মঙ্গলবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

রাষ্ট্রীয় মর্যাদায় বিকাল ৪টায় উপজেলা চত্তরে তার প্রথম নামাজে জানাযা ও ২য় জানাযা টেকেরহাট আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। তার মুত্যুতে শোক প্রকাশ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সেক্রেটারী কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর পৌর মেয়র নাজমা রশিদ, রাজৈর প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।তিনি ১৯৪৮ সালে ১ ডিসেম্বর পূর্ব সরমঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষে একটি ম্যাচ ফ্যাক্টরিতে চাকরি করেন। পরে চাকরি শেষে বাম রাজনীতিতে প্রবেশ এবং ন্যাপ পার্টিতে যোগ দেন। পরিশেষে ১৯৮৮ সালে আওয়ামী লীগে যোগদান করে আওয়ামী রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরে আওয়ামী লীগের রাজৈর উপজেলা শাখার সভাপতি হন। ২০১৯ সালের ২৩মার্চ রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ব্যানারে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি মৃত্যু আসন্ন জেনে নিজের বাড়ির আঙ্গিনায় নিজের জন্য কবর নিজেই তৈরি করে রেখে গিয়েছিলেন। জানাযা শেষে সেই কবরেই তাকে দাফন করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2