মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে র্যাবের ওপর হামলা
মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে র্যাবের ওপর হামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৪:০৯ পিএম, ১৪ অক্টোবর,মঙ্গলবার,২০২৫

চট্টগ্রামে মসজিদের মাইকে ডাকাত এসে বলে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা হয়েছে। এতে চার র্যাব সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে র্যাব। রবিবার (১১ জুলাই) নগরীর বলিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
র্যাব জানায়, বাকলিয়া-বলিরহাট এলাকায় অবৈধভাবে সংগ্রহ করে মূল্যবান কাঠ মজুত করা হয়েছে বলে র্যাবের কাছে খবর আসে। সত্যতা যাচাইয়ের পর বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযান শুরু করে র্যাব।
ব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, র্যাব সদস্যরা অভিযান শুরু করলে স্থানীয় কয়েকজন লোক এলাকায় ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেন। তখন এলাকার লোকজন জড়ো হয়ে র্যাবের ওপর হামলা চালায়। তাদের হামলায় আমাদের চারজন সদস্য আহত হয়েছে। খবর পেয়ে আমরা আরো র্যাব সদস্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
এসময় অভিযানে চারজনকে আটক করেছে র্যাব। রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর নাছিরুল হাসান খান। তিনি আরও জানান, অভিযানে ২০ ট্রাক চোরাই কাঠ জব্দ করা হয়েছে। হামলার ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

স্ত্রীর মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া সেই স্বামী গ্রেপ্তার

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই: সারজিস আলম

আবু ত্বহা আদনানের ‘অন্ধকার জীবন’ নিয়ে স্ত্রীর অভিযোগ

অজ্ঞাত স্থান থেকে নিখোঁজ ২ বোনের ভিডিওবার্তা, দিলেন ‘ধর্মান্তরিতের’ খবর
