২০ ইঞ্চি উচ্চতার গরুটি ৫ লাখেও বিক্রি করেননি মালিক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:৪২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
খর্ব আকৃতির গরুটির উচ্চতা মাত্র ২০ ইঞ্চি (৫০.৮ সেন্টিমিটার)। সর্বসাকুল্যে ওজন ২৬ কেজি। তবে ছোট হলেও ‘রানি’ নামের এই গরুটির দাম তোলায় তোলায়। ইতোমধ্যেই পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছেন ক্রেতারা। তবুও মালিক রানিকে বিক্রি করেননি। সাভারের চারিগ্রাম এলাকার শিকর অ্যাগ্রো নামের একটি গরুর ফার্মে রয়েছে এটি।
ইন্টারনেট ঘেঁটে জানা গেছে, গিনেস বুকে বর্তমানে স্বীকৃত সবচেয়ে ছোট গরুটি হলো ভারতের কেরালার মানিকইয়াম। সেটির উচ্চতা ছিলো ২৪ ইঞ্চি (৬১.১ সেন্টিমিটার), বয়স চার বছর। তবে রানির উচ্চতা-ওজন মানিকইয়ামের চেয়ে অনেক কম। এতে গিনেস বুকে রানির নাম উঠবে বলে আশা প্রকাশ করেন মালিক কাজী সুফিয়ান।
তিনি জানান, প্রায় এক বছর আগে নওগাঁ এলাকা থেকে গরুটি কিনে সাভারে নিয়ে আসেন। এরপর থেকেই এখানেই গরুটি লালন-পালন করা হচ্ছে। এটির ওজন বা উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা নেই। রানিকে দিনে দুই বেলা খাবার দিতে হয়।
কাজী সুফিয়ান জানান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বর্তমানে ছোট গরুটি হলো ভারতের। তার চেয়েও ছোট রানি। সে কারণে তিনি গত ২ জুলাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গিনেস কর্তৃপক্ষ প্রতিক্রিয়াও জানিয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে তাদের প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত জানাবে।