চেয়ারম্যানকে বিয়ে-বিচ্ছেদ, ভালো নেই সেই কিশোরী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৯:২৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
কিশোরী নাজমিন আক্তার। কাগজে-কলমে তার বয়স এখনও ১৮ পেরোয়নি। কিন্তু এরই মাঝে তাকে নি’র্মম কিছু ঘ’টনার সাক্ষী হতে হয়েছে। প্রথমে পালিয়ে প্রেমিককে বিয়ের পর জোর করে চেয়ারম্যানকে বিয়ে ও বি’চ্ছে’দের ঘট’নায় শা’রী’রি’ক ও মান’সিক’ভাবে অ’সুস্থ হয়ে পরেছেন ওই কিশোরী। রাতে ঠিকমত ঘুমাতে পারছেন না। তার বর্তমান স্বামী রমজানেরও একই অবস্থা।
চেয়ারম্যান শাহিন হাওলাদারের সঙ্গে নছিমনের বিয়ের পর সে আ’ত্ম’হ-ত্যা-র চেষ্টা চালায়। একদিন হাসপাতালে ভর্তি ছিলেন। গত শনিবার রাতে চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহিনের সঙ্গে বি’বাহ বি’চ্ছেদের পর স্বামী রমজানের মামাতো ভাই পলাশের জি’ম্মায় তার বাড়িতেই আছেন নছিমন। কিশোর রমজানও আছেন ওই বাড়িতে।
নছিমন বলেন, তার কিশোর স্বামী রমজান তাকে চোখের আড়াল হতে দিচ্ছেন না। সামান্য কষ্ট পেলে নিজের উপর অ’ত্যা’চা’র করেন। ব্লে’ড দি’য়ে হাত ও শরীরের বিভিন্ন জায়গা কে’টে র’ক্তা’ক্ত ক’রেন। তাই সার্ব’ক্ষণিক তার কাছেই থাকতে হয়। তার ধারণা শাহিন চেয়ারম্যানের মতো কেউ আবার তাকে জোর করে ছিনিয়ে নিয়ে বিয়ে করতে পারেন।
এক প্রশ্নের জবাবে নছিমন বলেন, ২৩ জুন রমজান ও আমি পালিয়ে রমজানের মামা বাড়ি যাই। সেখানে গিয়ে আমরা প্রথম বিয়ে করি। তারপরেও রোববার সকালে আবু সাদেক নামের এক কাজী এসে পুনরায় তা’দেরকে বিয়ে পরিয়েছেন।এদিকে রমজানের মামাতো ভাই পলাশ জানান, শনিবার রাতে চেয়ারম্যান শাহিনের সঙ্গে নছিমনের বিয়ে বি’চ্ছে’দের পর নছিমনকে তার জি’ম্মায় দেয়া হয়।
ওই সময় চেয়ারম্যান শাহিন তার কাছ থেকে স্ট্যা’ম্পে স্বা’ক্ষর রাখেন। সেই থেকে নছিমন তার বাড়িতে আছেন। এ নিয়ে নানা ধরণের ঝা’মেলা পো’হাতে হচ্ছে তাকে। তার ফুফাতো ভাই রমজানের সঙ্গে নছিমনের বিয়ে প্রসঙ্গে বলেন, যেই কাজী (প্রধান কাজী মাওলানা মো. আইয়ুবের সহকারী আবু সাদেক) চেয়ারম্যানের সঙ্গে নছিমনের বিয়ে পড়িয়েছেন, সেই কাজী রোববার সকালে তার বাড়ি এসে ওদের (রমজান ও নছিমন) বিয়ে পরিয়েছেন। কাগজেও স্বাক্ষর নিয়েছেন।