বন্ধুর বিয়েতে ‘অতিরিক্ত খেয়ে’ প্রাণ গেল যুবকের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৯ পিএম, ২৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:১২ এএম, ১১ আগস্ট,সোমবার,২০২৫

নেত্রকোনার দুর্গাপুরে বিয়ের দাওয়াতে বেশি পরিমাণ খাবার খেয়ে সৌমিক আকঞ্জি (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুর্গাপুর উপজেলার গাভীনা গ্রামে কামরুল ইসলামের বাড়িতে দাওয়াত খাওয়ার পর তার মৃত্যু হয়। সৌমিক দুর্গাপুর পৌরসভার ভবানিপুর এলাকার অ্যাডভোকেট শাহনেওয়াজ আকঞ্জির ছেলে। তিনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার বিকালে মাকে সঙ্গে নিয়ে বন্ধুর বিয়ের দাওয়াতে গাভীনা গ্রামে যান সৌমিক। সেখানে একটু বেশিই খাবার খেয়েছিলেন তিনি। খাওয়ার পর একপর্যায়ে তিনি হঠাৎ বমি করতে শুরু করেন। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।