avertisements 2

সীমান্ত থেকে পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৯:৫০ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্ত থেকে এক পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে তাকে ধরে নেয়া হয়।

স্থানীয়রা জানায়, পুলিশ কনস্টেবল ওমর ফারুকসহ পঞ্চগড় পুলিশের তিন সদস্য ওই সীমান্ত এলাকায় গেলে সেখানে কয়েকজন ভারতীয় নাগরিকের সাথে কথা কাটাকাটি হয় তাদের।

এক পর্যায়ে সেখান থেকে ওমর ফারুককে ধরে নিয়ে যায় চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এসময় সেখান থেকে পালিয়ে আসেন পুলিশের অপর দুই সদস্য।

এদিকে, পুলিশ সদস্যকে ধরে নেয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ ও বিজিবি। আটক পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2