avertisements 2

সিলেটে শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের উপর বর্বরোচিত হামলা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৫ এএম, ১৫ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৯:১৪ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

সিলেটের সফররত শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের উপর সন্ত্রাসী হামলা হয়েছে । তিনি অল্পের জন্য প্রানে বেচেঁ গেছেন।  আজ  রবিবার ইসলাম বাজার, মল্লিকপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেটে অবস্থিত আল-ফুরকান মসজিদ থেকে যোহরের ছালাত আদায় করে বের হওয়ার পথে শায়খের গাড়িতে মটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকা একদল সন্ত্রাসী যুবক আচমকা আক্রমন চালায়। আক্রমনের সময় তাদের হাতে লাঠি-সোটা ছিল। তাদের আক্রমনে শায়খের গাড়ীর ব্যাপক ক্ষতিগ্রস্হ হয় এবং সব কাচ ভেঙ্গে যায়। শায়খের পাশে অবস্থিত বেশ  কয়েকজন আহত হন। আব্দুর রাযযাক বিন ইউসুফেরর বাম হাতের কনুইয়ের নীচে বাঁশ জাতীয় লাঠি দ্বারা আঘাত লেগেছে। উল্লেখ্য যে, বর্তমানে তিনি সিলেট শহরে অবস্হান করেছেন।

 

হামলা প্রসঙ্গে তিনি ফেসবুকে জানান আমার সাথে পনেরো বিশজন মানুষ ঘিরে থাকে যেটা আমার সব সময় অপছন্দ। কিন্তু এখানে সব দ্বীনী ভাই প্রোগ্রামের জন্য মসজিদে বসা ছিল। আমি যখন গাড়ীর পাশে তখন আমার সাথে আমার সঙ্গী রিপন ভাই ছাড়া শুধু ওই দুইজন ছিল যারা মুসাফা করতে আসছিল। আমি যখন গাড়ীতে উঠতে গেছি তখন ওই দুইজন আমার হাত ধরে টান দিয়েছে। গাড়ী থেকে নামাতে চাচ্ছে। তখন রিপন ভাই তাদেরকে দূরে ঠেলে দিয়ে আমার ডান পাশে জোর পূর্বক বসে পড়ে এবং দরজা লাগিয়ে দেয়। সাথে সাথেই চারিদিক থেকে কয়েকজন বাশ ও লাঠি নিয়ে গাড়িতে উপুর্যপুরী হামলা করা শুরু করে। তাদের হামলার চোটে আমি দুআ ইউনুস পড়ছিলাম আর মনে মনে ভাবছিলাম, আমার মৃত্যু কি এভাবে লেখা ছিল? তারা ডান দিক থেকে যতগুলো মেরেছে তার সবগুলোই রিপন ভাইয়ের গায়ে লেগেছে। ডান দিক থেকে সুবিধা করতে না পেরে। বাম দিকে এসে মারা শুরু করে। কিন্তু ভাগ্যক্রমে গাড়ীর বাম সাইডে দেয়াল ছিল। তাই  সেখান থেকেও মারতে সুবিধা করতে পারেনি। তখন বাশ বা লাঠি দিয়ে বাম দিক থেকে আমার বাম হাতে জোরে দুটা গুতা মারে। এর মধ্যে হতবিহ্বল ড্রাইভার গাড়ী টান দিয়ে কিছুদূর এগিয়ে গিয়ে আবার গাড়ী বন্ধ করে পালিয়ে যায়। ততক্ষণে মসজিদ থেকে জনগণ বের হয়ে আসে। পরবর্তীতে সেখানে থেকে দূরে এক বাসায় আশ্রয় নিয়ে পুলিশ আসার পর সেখান থেকে অন্য গাড়িতে করে সিলেট শহরে চলে আসি।


শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের উপর বর্বরোচিত  হামলার তীব্র নিন্দা জানিয়েছে তার অনুসারী ও আলেম সমাজ।  তারা বলেন, আব্দুর রাযযাক বিন ইউসুফের উপর ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক। সকলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান

বিষয়: হামলা

আরও পড়ুন

avertisements 2