সিরাজগঞ্জ সড়কে ২ সন্তানসহ অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু : মাসুদুরের নীরব কান্না
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৭ এএম, ৯ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:৪৯ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
'সামান্য অসুস্থ হলেই মেয়ে পাশে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো আমি বড় হলে ডাক্তার হব। তখন তোমার আর ডাক্তারের কাছে যেতে হবে না। সারাক্ষণ বাড়ি মাতিয়ে রাখতো আমার ছেলেটি। কিন্তু এখন আমার বাড়িতে এখন শুধুই নিস্তব্ধতা। বাস আর ট্রাকচালকের খামখেয়ালিপনার খেসারত দিতে হলো আমার পুরো পরিবারকে।'
কথাগুলো বলছিলেন বাস ও ট্রাকের ওভারটেক প্রতিযোগিতায় বাসচাপায় দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানো মাসুদুর রহমান। সড়ক দুর্ঘটনায় গতকাল রবিবার সকালে ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকার দুর্ঘটনায় নিহত হয় তারা।
নিহতরা হলেন- সদর উপজেলার বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফরাত সুলতানা রুনী (৪০), তার ছেলে মাশবুবুর রহমান (১২) এবং মেয়ে সোয়াইবা রহমান (৬)।
নিহত শিক্ষিকার বড় ভাই মুশফেকুর সালেহীন বলেন, আমার বোনের সংসারে আনন্দের কোনো কমতি ছিল না। মেয়েটার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। কিন্তু সড়ক দুর্ঘটনায় সেই স্বপ্নটাও নিভে গেল। ভাগ্নে সবুজের চশমা মেরামতের জন্য শহরে যায় ওরা। কে জানতো ওটাই ছিলো ওদের বাড়ি থেকে শেষ বের হওয়া।
সদর উপজেলার বনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহনাজ পারভীন জানান, ইফরাত সুলতানা রুনী একজন আদর্শ শিক্ষিকা ছিলেন। তিনি পরম আদরে ছাত্র-ছাত্রীদের পাঠদান করাতেন। তার এই অকাল মৃত্যুতে ছাত্র-ছাত্রীরা একজন মা হারালো।