সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি মওদুদ আহমদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৪০ এএম, ৩ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ১২:৪৩ পিএম, ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। গত ২৯ ডিসেম্বর অসুস্থ হলে রাজধানীর এভার কেয়ার (এপোলো) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে সেখানে সিসিইউতে চিকিৎসাধীন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে তার। করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। দলের সিনিয়র নেতারা তার খোঁজখবর রাখছেন।
মওদুদ আহমেদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জানান, ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওলজিস্ট চার্লস তোহ এর প্রেসক্রিপশনের ওষুধ খাচ্ছিলেন। এর মধ্যে দেশের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারের কার্ডিওলজিস্ট শাহাবুদ্দিন তালুকদারও শরীরের ভিন্ন একটি বিষয়ের জন্য একই ওষুধ দিয়েছেন। ছয় মাস ধরে ব্যারিস্টার মওদুদ রিভারক্স আর প্যারাডক্সা নামের একই ওষুধ একসাথে খান। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় তার শরীরে ইন্টারনাল ব্লিডিং হয়। এতে শরীরের হিমোগ্লোবিন কমে যায়। হাসপাতালে ভর্তির আগের কয়েকদিন ব্যারিস্টার মওদুদ আহমদ বিছানা থেকে উঠতে পারছিলেন না। পরে অবস্থা গুরুতর দেখে তাকে এভারকেয়ারের সিসিউতে ভর্তি করা হয়। এর মধ্যে হাসপাতালে দুই ব্যাগ রক্তও দেয়া হয়।
সুজন আরো জানান, এখন ব্যারিস্টার মওদুদ কিছুটা সুস্থ অনুভব করছেন। দুই তিন পরে হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ব্যারিস্টার মওদুদ আহমদ সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দেশবাসীর মাধ্যমে দোয়া চেয়েছেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
