শীতে কাঁপছে বগুড়া, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৭
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৭ এএম, ১ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১০:৪৬ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই শীতের মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ১৯ ডিসেম্বর বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
রোববার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
সজিব হোসেন বলেন, ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা রয়েছে। মৃদু শৈত্য প্রবাহ চলছে বগুড়াতেও। সূর্যের দেখা মিলতে সময় লাগতে পারে। তিনি আরও জানান, এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।