avertisements 2

হেফাজতের ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:২৭ পিএম, ৩১ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৬:০৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। সংশ্লিষ্টরা জানায়, হুজুরের শারীরিক অবস্থার অনবতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী বলেন, আজ বিকেল হুজুরের শরীরে হঠাৎ জ্বর আসে। এরপর কয়েকবার বমি হয়। সন্ধ্যার দিকে শারীর বেশি দুর্বল হওয়ায় ওনাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর ডাক্তার বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছেন। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

প্রসঙ্গত, এর আগেও হেফাজত আমীর জুনায়েদ বাবুনগরীর বার্ধক্যজনিত রোগ, হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনিরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2