রাজশাহীতে তীরে এসে বিদ্রোহী প্রার্থীর কাছে ডুবে গেল নৌকা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:০১ পিএম, ৩১ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৩৯ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
তীরে এসে ডুবে গেল নৌকা। রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় আ’লীগের বিদ্রোহী সাইদুর রহমান ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি জগ প্রতীকে মোট ৫ হাজার ৪৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমীন পেয়েছেন ৫ হাজার ৩৯৮ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী পেয়েছেন ৩৩৮১ ভোট।
ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, নির্ধারিত সময়ে উৎসব-আমেজে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়। পরে গণনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার সুশান্ত কুমার মাহাতো ফলাফল ঘোষণা করেন।
আজ ৩০ জানুয়ারি মুন্ডুমালা পৌরভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে ভোটার সংখ্যা ১৭ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬৭১ জন ও নারী ভোটার ৯ হাজার ৯৮৯ জন।