তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষে রক্তাক্ত টঙ্গী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২০ এএম, ২৭ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০২:৪৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামাতের মাওলানা সাদ ও মাওলানা জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
সোমবার রাত ১০টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার বাইতুস সালাম জামে মসজিদে এ ঘটনা ঘটে।
সাদপন্থী গ্রুপের মাওলানা হাজী মনির হোসেন জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব ইজতেমা দুই গ্রুপে আয়োজন করা হয়। এর জন্য মসজিদগুলোতেও পৃথকভাবে তাবলীগের দাওয়াত দেওয়া হয়। সোমবার রাতে এশার নামাজের পর সাদপন্থী ২০ থেকে ২৫ জন মসজিদের বারান্দায় তালিম করছিল।
সাদপন্থীদের অভিযোগ, তালিমের সময় জুবায়েরপন্থী কয়েক শ লোক অতর্কিতে মসজিদ ঘেরাও করে হামলা চালায়। তারা মুসল্লিদের মারধর করে মসজিদ থেকে বের করে দেয়। হামলায় তালিমের আমীর মাসুদ পাটোয়ারি ও হাজী জহিরুল ইসলামসহ কমপক্ষে ১০ জন আহত হন। গুরুতর আহত দুই জনকে রাতেই টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মুরুব্বিদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানান সাদপন্থী গ্রুপের মাওলানা হাজী মনির হোসেন।
অভিযুক্ত জুবায়েরপন্থী মজিবুর রহমান বলেন, নিষেধ করার পরও সাদপন্থীরা মসজিদে তালিম করছিল। তাই তাদেরকে আবার নিষেধ করতে গিয়েছিলাম।
টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তাবলীগের যারা মসজিদের ভেতর তালিম করছিল তাদের মধ্যেই কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়েছে। বড় ধরনের হামলা বা মারধোরের ঘটনা ঘটেনি। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটানস্থলে গিয়ে তাদের সমঝোতা করিয়ে দিয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা মোকদ্দমার প্রয়োজন পড়েনি।
উৎসঃ দেশ রূপান্তর