avertisements 2

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: ২ স্কুলছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৩৪ পিএম, ২৫ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৩:০১ এএম, ৮ মার্চ,শুক্রবার,২০২৪

Text

ফরিদপুরের ভাঙ্গা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে লাবলু নামের আরো এক ব্যক্তি। সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা উপজেলার হামেরদী নামক একটি স্খানে একটি ট্রাক ও ২টি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক মোটরসাইকেলের ২ আরোহী ঘটনাস্থলেই নিহত হন। জানা যায়, তারা দুজনেই স্কুল ছাত্র। ও অন্য মোটরসাইকেলের লাবলু নামের এক ব্যক্তি গুরতর আহত হওয়ার ঘটনা ঘটছে।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার নাজিরপুর গ্রামের ছানোয়ার মুন্সীর পুত্র শাহিন মুন্সী (১৬) ও পুর্বসদরদী গ্রামের আবুল খায়েরের পুত্র সাকিব (১৫)। তারা ব্রাক্ষণকান্দা হাইস্কুলের ৮ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্র ছিল। পরে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌছিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখে। কিন্তু ট্রাকটি পালিয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ ওমর ফারুক জানান, শাহিন মুন্সী ও সাকিব একই মোটরসাইকেলে চড়ে পুকুরিয়া থেকে ভাঙ্গার দিকে আসছিল। কিন্তু ঘটনাস্থলে আসলে অজ্ঞাত ট্রাকটি তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হন।

এসময় পিছনে থাকা অন্য একটি মোটরসাইকেলের আরোহী গুরত্বর আহত হন। জানা যায়, তিনি ঢাকা ডেন্টাল কলেজের ডাক্তার। তার নাম লাবলু মিয়া। এসময় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2