avertisements 2

কর্ম জীবনের শেষদিনে বাড়ী ফেরা হলো না সদর উদ্দিনের :

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:২৯ পিএম, ২৫ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১২:৫৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

কর্ম জীবনের শেষদিনে বাড়ী ফেরা হলো না কলেজ শিক্ষক সদর উদ্দিনের (৬০)। রোববার (২৪ জানুয়ারি) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ-কোলা সড়কের গাজীর বাজার এলাকায় বিদ্যুতের পিলারের সাথে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। নিহতের বাড়ী ঝিনাইদহ শহরের আদর্শ পাড়ায়।

নিহতের স্বজনরা জানায়, বাঘারপাড়া ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন সদর উদ্দিন। কলেজের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক সদর উদ্দিন রোববার বিকালে তার কলেজ থেকে ফেয়ারওয়েল শেষে মোটরসাইকেলে বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে কালীগঞ্জের গাজীর বাজারে বিকাল ৫টার দিকে পৌছালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এতে মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি তদন্ত মতলেবুর রহমান সড়কে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2