হাদিকে গুলির ঘটনায় পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে: ডাকসু ভিপি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ ডিসেম্বর,শনিবার,২০২৫ | আপডেট: ১০:৪৫ পিএম, ৬ জানুয়ারী,মঙ্গলবার,২০২৬
শেখ হাসিনা ও তার দোসররা কীভাবে এই স্বাধীন বাংলাদেশে আমার ভাইকে গুলি করতে পারে? এমন প্রশ্ন রেখেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।
তিনি বলেন, হাদিকে গুলি করার ঘটনায় পুরো জাতি গুলিবিদ্ধ হয়েছে। সবার দোয়ায় ফিরে আসবে। হাসিনা ও তার দোসররা কীভাবে এই স্বাধীন বাংলাদেশে আমার ভাইকে গুলি করতে পারে? তারা আবার নতুন করে চক্রান্ত করছে। এই বাংলাদেশে তাদের ঠাই হবে না।
বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন হবে না উল্লেখ করে তিনি বলেন, হাসিনার প্রশ্নে সবাইকে এক হতে আহ্বান জানাই। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু নির্বাচন ও বিচারের প্রশ্নে এক হতে আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশনে আছে। মিডিয়ার দ্বিচারিতা দেখতে পাচ্ছি। তাদের পক্ষে যারা জনমত উৎপাদন করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে।





