avertisements 2

চসিক নির্বাচনী প্রচারণায় একঝাঁক তারকা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২২ এএম, ২৫ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১০:৫০ এএম, ১১ আগস্ট,সোমবার,২০২৫

Text

আগামী ২৮ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে প্রচারণায় অংশ নিচ্ছেন একঝাঁক তারকা শিল্পী। রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, সাইমন সাদিক, মাহিয়া মাহি, তানভিন সুইটি, মীর সাব্বির, বিজরী বরকুতুল্লাহ ও তারিন জাহান।

নির্বাচনে প্রচারণা শেষে আগামীকাল সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা ফিরবেন এসব তারকা। দুদিনে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে রোড শো ও নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারা।

তার আগে চলচ্চিত্র-নাটকের জনপ্রিয় শিল্পীরা নগরীর নিউমার্কেট মোড়, কাজীর দেউরী, ইস্পাহানী-জিইসি মোড়, ২নং রেলগেট, অক্সিজেন মোড়, মুরাদপুর-বহদ্দার হাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ মোড়ে গিয়ে প্রথম দিনের প্রচারণা কার্যক্রম শেষ করেন।

পরদিন সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর অলংকার মোড় থেকে শুরু করে টাইগারপাস-দেওয়ান হাট-বাদামতলী মোড় হয়ে ফকিরহাট-সল্টগোলা, দক্ষিণ-মধ্যম হালিশহর, ইপিজেড, স্টিলমিল বাজার-এয়ারপোর্টে গিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করবেন তারকারা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2