১০০ টাকার বাজিতে গরম চা গিলে হাসপাতালে যুবক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩৬ পিএম, ২৪ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৮:২৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
পাবনার সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর বাজারে ১০০ টাকা বাজিতে গরম চা গিলে আব্দুল হাই নামে এক যুবক হাসপাতালে ভর্তি হয়েছেন। গরম চা খাওয়ায় মুখে ফোসকা পড়ে জিহ্বা ফুলে গেছে। আব্দুল হাই সাঁথিয়া পৌরসভার ভবানীপুর গ্রামের কোবাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে উপজেলার গোপীনাথপুর বাজারে ফজুর চায়ের দোকানে সবুজ নামে এক ব্যক্তির সঙ্গে ১০০ টাকা বাজি ধরেন আব্দুল হাই। এতে বলা হয় গরম চা একদমে খেয়ে ফেললে আব্দুল হাইকে ১০০ টাকা দেয়া হবে।
আর যদি তা না পারেন তবে আব্দুল হাই সবুজকে ১০০ টাকা দেবে। এতে রাজি হয়ে যান আব্দুল হাই। চা দোকানীর দেয়া সর্বোচ্চ গরম পানির চায়ের কাপ হাতে নিয়ে খাওয়ার জন্য মুখে ঢেলে দেয়ার সঙ্গেই সঙ্গেই চিৎকার দিয়ে উঠেন আব্দুল হাই। পরে তার মুখে ও গলায় যন্ত্রণা শুরু হলে তার স্বজনরা রাত ১টার দিকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন।
সাঁথিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, অতিরিক্ত গরম চা মুখে নেয়ায় আব্দুলের মুখের ভেতর চারপাশ ও জিহ্বা ফুলে গেছে। চিকিৎসা চলছে।