avertisements 2

ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল আর নেই

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:১১ পিএম, ২২ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:৫১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ‌্যা ৬টা ২৩ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ২৩ বছর।

শুক্রবার বাদ জুমা মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোসাই জোয়ারে তার জানাজা হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদরের গোসাই জোয়ার‌ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান।

মাহবুব আলম মৃদুল মৃত্যুর আগ পর্যন্ত ওয়ালটনের পরিচালক পদে আসীন ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2