avertisements 2

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহার, কুষ্টিয়ার এসপিকে হাইকোর্টে তলব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৫১ পিএম, ২০ জানুয়ারী, বুধবার,২০২১ | আপডেট: ০৫:৪০ পিএম, ২৪ এপ্রিল, বুধবার,২০২৪

Text

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ২৫ জানুয়ারি তানভীর আরাফাতকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে কারণ দর্শাতে বলেছেন দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বুধবার (২০ জানুয়ারি) এ আদেশ দেন।

বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে আজ এই আদেশ দেন। ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে জেলার পুলিশ সুপার  এস এম তানভীর আরাফাতের দুর্ব্যবহারের অভিযোগ আসে আদালতে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে তা পাঠানো হয়। একই সঙ্গে এর অনুলিপি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজির দফতরেও পাঠানো হয়। অভিযোগে বলা হয় ১৬ জানুয়ারি ভেড়ামারা পৌরসভার নির্বাচনে দ্বায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্রকাশ্যে দুর্ব্যবহার করেন এসপি তানভীর  আরাফাত।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2