নৌকা প্রতিক পেয়েছে ৬৮১২ ভোট, ধানের শীষ মাত্র ৮৫ ভোট!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৬ এএম, ৩০ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৬:৫৩ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চাটমোহর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের বিপরিতে লড়াই করা ৩ জন মেয়র প্রার্থীরই জামানাত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী এ্যাড. সাখোওয়াত হোসেন সাখো পেয়েছেন ৬৮১২ ভোট আর ধানের শীষ প্রতীক নিয়ে আসাদুজ্জামান আরশেদ পেয়েছেন মাত্র ৮৫ ভোট। ধানের শীষ প্রার্থীর ভোট প্রাপ্তি নিয়ে কৌতুহলী মানুষ রীতিমত অবাকই হচ্ছেন।
চাটমোহর পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ২’শ ৩৭ জন। নির্বাচনে মোট প্রাপ্ত ভোট ৭ হাজার ৯’শ ৪টি। এর মধ্যে বাতিল হয়েছে ৪টি ভোট। চাটমোহর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেন জানান, প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ ৯৮৮ ভোট কোন প্রার্থী পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবেনা। যেহেতু চাটমোহর পৌরসভা নির্বাচনে জয়ী প্রার্থী ছাড়া বাকি ৩ জন প্রার্থী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল (জগ), সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল), মো. আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পাননি। এ কারণে ওই ৩ জন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
নির্বাচন ও জামানত বাজেয়াপ্ত প্রসঙ্গে বিএনপি প্রার্থী মো. আসাদুজ্জামান আরশেদ বলেন, সারা দেশেই যখন ভোটের এই অবস্থা তখন চাটমোহর বাদ যাবে কেন। এটাকে কোন ভাবেই ভোট বলা যায়না। চাটমোহর উপজেলার মানুষ দেখেছে, আপনারাও দেখেছেন কিভাবে মানুষের ইচ্ছের বিরুদ্ধে জোর করে ভোট কেড়ে নিয়েছে তারা। বরাবরই আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ ভেবেছে, সেই জন্যই তারা বেশি মরিয়া হয়ে জবর দখলে মেতে উঠেছে। আমি এমন নির্বাচন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি।