avertisements 2

বেকারির ক্রিমরোলে কামড় দিতেই বেরিয়ে এলো লোহার পাইপ!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৪৬ পিএম, ২৬ ডিসেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ১১:০৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নে বালিথা গ্রামে অবস্থিত নাহিদ বেকারিতে (কিবরিয়ার বেকারি) তৈরি ক্রিমরোলে লোহার পাইপ পাওয়া গেছে বলে জানা গেছে। ওই গ্রামের কাজিমুদ্দিনের দোকান থেকে স্থানীয় সুলতান উদ্দিন নামে এক ব্যক্তি একটি ক্রিমরোল কিনে রোলে কামড় দেয়া মাত্র লোহার পাইপ বেরিয়ে আসে।

সুলতান উদ্দিন জানান, শনিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি তার বাড়ির পাশের কাজিমুদ্দিনের দোকান থেকে একটি ক্রিমরোল কিনেন। ক্রিমরোলে কামড় দেয়া মাত্র রোলের ভেতরে লোহার পাইপ লক্ষ করা যায়। অল্পের জন্য আমার দাঁত রক্ষা পেয়েছে। কোন শিশুর হাতে রোলটি পরলে তার দাঁত ভাঙা সহ মুখ কেটেও যেতে পারতো। এ বিষয়ে বেকারি মা‌লিক কিব‌রিয়ার মু‌ঠো‌ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2